ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা বাবুল খাঁনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিতঃ নভেম্বর ২৪, ২০২৪, ১৩:০২

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট বীর মুক্তিযোদ্ধা খাঁন আনোয়ার হোসেন বাবুল (৬৮) কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টায় আট্টাকা ঈদগাহ ময়দানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্প করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।
ফকিরহাট মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মরহুমের আট্টাকা পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাওনেওয়াজ মেহেদী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীরসহ বীর মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন শেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
খাঁন আনোয়ার হোসেন বাবুল ২৩ নভেম্বর দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় এদিন রা ১০টার দিকে তিনি মারা যান। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলা আট্টাকা গ্রামের মৃত ইয়াকুব আলীর খাঁনের ছেলে।

Leave a Reply