ক্রীড়া ডেস্ক : অবসরের পর দীর্ঘদিন অনন্য ভূবনে ছিলেন ডিওন ন্যাশ। তাকে আবার ফিরিয়েছে এনেছে নিউজিল্যান্ড। যদিও অন্য ভূমিকায়। সাবেক এই অলরাউন্ডার ও জাতীয় নির্বাচককে বোর্ডের পরিচালক নির্বাচিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
আরেক সাবেক পেসার মার্টিন স্নেডেনের ছেড়ে দেওয়া পদে এসেছেন ন্যাশ। রোটেশন পলিসির কারণে দীর্ঘদিন বিভিন্ন ভূমিকায় দায়িত্ব পালন করে স্নেডেন সরে দাঁড়িয়েছেন। যিনি প্রধান নির্বাহী, বোর্ড মেম্বারসহ বোর্ড চেয়ারম্যান ও আইসিসি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৯২ থেকে ২০০২ সাল পর্যন্ত কিউইদের হয়ে ৩২টি টেস্ট ও ৮১টি ওয়ানডে খেলেছেন ন্যাশ। ২০০০ সালে তখনকার আইসিসি নকআউটের শিরোপা (বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি) জেতা নিউজিল্যান্ডের অন্যতম সদস্যও ছিলেন তিনি। নিজের মাত্র পঞ্চম টেস্টে লর্ডসে একটি হাফসেঞ্চুরির পাশাপাশি দশটি উইকেট নিয়েছিলেন।
১৯৯৯ সালের শুরুতে নিয়মিত অধিনায়ক স্টিফেন ফ্লেমিং যখন চোট আক্রান্ত। তখন ৭ ওয়ানডে ও তিনটি টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। অবসরের পর ২০০৫ সালে পান নির্বাচকের দায়িত্ব। তার পর অবশ্য ক্যারিয়ার হিসেবে ব্যবসাকেই বেছে নেন ন্যাশ।
Leave a Reply