ক্রীড়া ডেস্ক : জাতীয় নারী দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর নির্ধারিত হয়ে গেলো নারীদের বয়স ভিত্তিক সাফের দিনক্ষণও। আগামী বছরের ১১ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ।
বুধবার সাফের সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। টুর্নামেন্ট চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ভার্চুয়াল সভায় আরও সিদ্ধান্ত হয় আগামী নভেম্বরে ছেলেদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপও অনুষ্ঠিত হবে। যার আয়োজক ভারত। টুর্নামেন্ট ৫ নভেম্বর শুরু হয়ে চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ মাঠে গড়িয়েছিল। কমলাপুর কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
Leave a Reply