বিনোদন ডেস্ক : ভেঙে যাচ্ছে অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের সংসার। বুধবার (১৯ নভেম্বর) যৌথ এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন তারা।
মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) দেওয়া বিবৃতিতে এ দম্পতি বলেন— ‘আমরা ত্রিশে পৌঁছানোর আশা করেছিলাম। কিন্তু তা অদেখাই রয়ে গেল। ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবু, এই যন্ত্রণার মাঝে আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। জানি না, এই ভাঙা হৃদয় আর কখনো জোড়া লাগবে কিনা। বন্ধুরা, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’
এ আর রহমান ও সায়রা বানু দম্পতির কন্যা খাতিজা রহমান ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘সবার কাছে অনুরোধ করছি, এই সময়ে আমাদের প্রাইভেসিকে সম্মান করুন।’
সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ একটি বিবৃতি প্রকাশ করেছেন। এ আর রহমান ও সায়রা বানুর সংসার ভাঙার কারণ উল্লেখ করে তাতে তিনি বলেন, ‘বিয়ের দীর্ঘ সময় পর সায়রা বানু তার স্বামী এ আর রহমানের সঙ্গে আলাদা হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তাদের পরস্পরের প্রতি ভালোবাসা থাকার পরও প্রচন্ড মানসিক চাপ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা পরস্পরের প্রতি সেতু বন্ধন তৈরির চেষ্টা করেও ব্যর্থ হন। অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন।’
১৯৯৫ সালে বিয়ে করেন সায়রা বানু ও এ আর রহমান। এ দম্পতির তিন সন্তান। দুই মেয়ে খাতিজা রহমান, রহিমা রহমান ও ছেলে আমিন রহমান।
Leave a Reply