ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) আত্মপ্রকাশ করেছে নতুন এক ছাত্রসংগঠন নাম তার ‘স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ’। সংগঠনটি তাদের ফেসবুক পেজে ৩০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র জালালুদ্দিন মোহাম্মদ খালিদকে আহ্বায়ক এবং তরুণ লেখক হাসান ইনামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে জান্নাতি বুলবুল, যুগ্ম সদস্য সচিব হিসেবে ফাতেমাতুল জান্নাত ইমা ও মুখপাত্র হিসেবে রয়েছেন তাশাহুদ আহমেদ রাফিম।
তারা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংস্কার থেকে শুরু করে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ যাত্রা শুরু করেছে। তাদের কাঠামো প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কারকে কেন্দ্র করেই সকল কার্যক্রম চলমান রাখবে তারা ।
এর আগে তারা নিজেদের জায়গা থেকে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিল, এখন সময় এসেছে সকলে একত্রিত হয়ে কাজ করার। সেই লক্ষ্যেই তারা স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে । ক্যাম্পাসের সর্বোচ্চ উন্নতির সাধনে আমরা সর্বদা তৎপর থাকার প্রত্যাশা তাদের।
Leave a Reply