দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) নেটওর্য়াকের সদস্যদের নিয়ে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রনয়ণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশ‘র কারিগরি সহযোগিতায় সিএনআরএসের ইভলভ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ হয়।
দুইদিন ব্যাপি এ প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। এর আগে বুধবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। প্রশিক্ষণে বাজেট প্রনয়ণের বিভিন্ন কৌশল ও স্থানীয় সরকারের বিভিন্ন আইন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিএনআরএস ইভলভ প্রকল্পের সমন্বয়কারী মিলন চৌধুরী, মোহাম্মদ আলী ও ফিল্ড ফ্যাসিলিটেটর তৃপ্তি মন্ডল।
দাকোপে অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রনয়ণ বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশিতঃ নভেম্বর ১৪, ২০২৪, ১২:৫৮
Leave a Reply