যশোরে পানিসম্পদ উপদেষ্টাকে স্বাগত জানাল বৈষম্য বিরোধীর শিক্ষার্থীরা

প্রকাশিতঃ নভেম্বর ১০, ২০২৪, ১২:০৫

যশোর প্রতিনিধি : যশোরের দীর্ঘদিনের দুঃখ দূর্দশা ভবদহ পরিদর্শনের উদ্দেশ্যে যশোরে পৌছেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১০ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। যশোর বিমানবন্দরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান’কে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীরা।
এ সময় যশোর বিমানবন্দরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর হাতে ফুলেল তোড়া দিয়ে স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের পক্ষে আহবায়ক কমিটির সদস্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তি। শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন পানি সম্পদ উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে যশোর সার্কিট হাউজে উপস্থিত হন। সেখানে জেলা প্রশাসনসহ উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে যশোর ভবদাহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলবদ্ধতা সরজমিনে পরিদর্শন ও গণশুনানিতে অংশ নিতে ভবদহ এলাকার উদ্দেশ্যে রওনা হন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তার বহরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও যাত্রা শুরু করেন।

Leave a Reply