কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : কাউখালীতে ভ্রাম্যমান আদালতে ২৮২ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ৮ নভেম্বর শুক্রবার পিরোজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, নিখিল চন্দ্র ঢালী ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, এছাড়াও কাউখালী থানার পুলিশ উপজেলার দক্ষিণ বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ গুদামজাত বিক্রয় ও ব্যবহারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মোতাবেক খুচরা ফল বিক্রেতা মোঃ ওয়ালিদ সিকদার-কে ১ হাজার টাকা, পলিথিন বিক্রেতা মোঃ শাহাদাত হোসেন-কে ৩ হাজার টাকা, মোঃ শাহ আলম-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে জরিমানা শেষে সচেতনতার জন্য সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বাজারে অবৈধ পলিথিন ক্রয়-বিক্রয় এবং ব্যবহার সম্পূর্ণ নিষেধ, বর্তমান সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন,পরিত্যক্ত পলিথিনের কারণে পানি চলাচলে ও মাটির উর্বরতায় বাধা এবং বায়ু দূষণ সৃষ্টি করে, আমরা সকল মানুষের সুস্বাস্থ্য কামনা করি। তিনি আরো বলেন এ ধরনের অভিযান চলমান থাকবে।
কাউখালীতে নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও জরিমানা
প্রকাশিতঃ নভেম্বর ৯, ২০২৪, ১৩:৫৪
Leave a Reply