কাটাখালিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৪, ২০২৪, ১১:৪১

ভয়েজ ডেস্ক : বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন যুবদল নেতা আনোয়ারুল ইকবাল কে অপহরণ পূর্বক হত্যা চেষ্টার প্রতিবাদে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ছয়টায় ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে অনুষ্ঠিত সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন লখপুর ইউনিয়ন যুবদল নেতা আনোয়ারুল ইকবাল কে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপহরণ করে হত্যার চেষ্টা চালানো হয়, অনতিবিলম্বে অপহরণকারীদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ফকিরহাট উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মোদাচ্ছের মল্লিকের সভাপতিত্বে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, খান লিয়াকত আলী, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান টুটুক,পিলজংগ ইউনিয়ন বিএনপি আহবায়ক সাজ্জাদ হোসেন নান্নু, লখপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক আলিবুদ্দিন শেখ,গাজী গিয়াস, ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম শেখ,ছাত্রদলের থানা যুগ্ম আহবায়ক ফাহিম শাহরিয়ার রাব্বি,সহ বিএনপি, যুবদল,ছাত্রদল সহ নেতৃবৃন্দ। এই প্রতিবাদ সমাবেশে ছাত্রদল, যুবদল, বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো,বক্তারা সন্ত্রাসী আল-মামুন ও আলামিনের বিচার ও বহিষ্কারের দাবি জানায় এবং এরা যাদের ছত্রছায়ায় আছে তাদের পদত্যাগ দাবি করেন।

Leave a Reply