ডেস্ক নিউজ : যোগী আদিত্যনাথের রাজ্য ভারতের উত্তরপ্রদেশের মাদরাসা আইন ‘অসাংবিধানিক’ বলে বাতিল করেছিল ইলাহাবাদ হাইকোর্ট।
আজ মঙ্গলবার (০৫ নভেম্বর) হাইকোর্টের সেই নির্দেশ খারিজ করে দিল দেশটির সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন বৈধ। ফলে স্বস্তি পেল রাজ্যের প্রায় ১৬ হাজার মাদরাসা। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।
উত্তরপ্রদেশে মাদরাসা নিষিদ্ধ করার ব্যাপারে এলাহাবাদ হাইকোর্টের দেওয়া মাদরাসা শিক্ষা আইন ২০০৪-কে বাতিল করার একটি আদেশ স্থগিত করেছেন ভারতের সুপ্রিম কোর্ট।
ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ বলেছে, হাইকোর্টের সিদ্ধান্তটি প্রাথমিকভাবে সঠিক ছিল না। এতে স্বস্তির নিশ্বাস ফেলছে উত্তর প্রদেশের প্রায় ১৬ হাজার মাদ্রাসার প্রায় ১৭ লাখ শিক্ষার্থী।
হাইকোর্ট গত মাসে ধর্মনিরপেক্ষতার নীতি লঙ্ঘনের দায়ে ২০০৪ সালের আইনটিকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করেছিলেন। সেই সঙ্গে, সরকারকে মাদ্রাসা শিক্ষার্থীদের আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় স্থান দেওয়ার নির্দেশ দেন।
সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই রায়কে স্থগিত করে বলেছেন যে, মাদ্রাসা বোর্ডের প্রতিষ্ঠা ধর্মনিরপেক্ষতাকে প্রভাবিত করবে না।
Leave a Reply