তথ্য বিবরণী : খুলনার দাকোপ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইউনিসেফের সহযোগিতায় সোমবার (০৪ নভেম্বর) সকালে ‘দুর্যোগ মোকাবেলায় বহুপাক্ষিক উদ্যোগ’ শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন বেতার সংলাপে প্রধান অতিথি ছিলেন।
সংলাপে প্রশ্নোত্তর পর্বে ইউএনও ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মত প্রাকৃতিক দুর্যোগের সময় উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর জানমাল রক্ষায় নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি দুর্যোগ মোকাবেলায় শিক্ষার্থীদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে বলেন সকল স্তরের মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের ফলে সাম্প্রতিক যেকোন দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমে এসেছে।
বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত বেতার সংলাপে দাকোপ উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা মাধ্যমিক অফিসার পরিতোষ কুমার আউনিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ।
বাংলদেশ বেতার, খুলনা কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ মামুন আকতার দুর্যোগ মোকাবেলায় বহুপাক্ষিক উদ্যোগ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
বেতার সংলাপে দাকোপ উপজেলার বিভিন্ন স্কুলের ৫০ শিক্ষার্থী অংশ নেন।
Leave a Reply