মোটরসাইকেল কিনে না দেয়ায় মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

প্রকাশিতঃ নভেম্বর ৫, ২০২৪, ০৭:৩৫

ডেস্ক নিউজ : মোটরসাইকেল কিনে না দেয়ায় পিতা মাতার উপর অভিমান করে জিসান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (৪ নভেম্বর) নলতা হাইস্কুলের বোর্ডিং রুমে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

মাদ্রাসা ছাত্র জিসান দেবহাটা উপজেলা সদরের ওয়াহিদুজ্জামান এর ছেলে। সে দেবহাটা উপজেলার হাদিপুর আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জিসানের পিতা মাতা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছেন। এর সুবাদে জিসান মোবাইলে গেম খেলায় আসক্ত হয়ে পড়ে। স¤প্রতি সে তার পিতার কাছে মোটরসাইকেল কিনে দিতে বায়না ধরে। মোটরসাইকেল কিনে না দেয়ায় একপর্যায়ে রোববার রাতের কোনো এক সময়ে সে নলতা হাইস্কুলের বোর্ডিং রুমের সিলিং ফ্যানের হুকের সাথে কাপড়ের সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply