ভয়েজ ডেস্ক : বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ^বিদ্যালয়ের ফল-২০২৪ সেমিস্টারে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অত্র বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কাজী মোকলেছুর রহমানের সভাপতিত্বে উক্ত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রূহের মারফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানব জীবনে মধুর ও গুরুত্বপূর্ণ একটি বয়স হল শিক্ষা জীবন। শিক্ষা জীবনে বৃহৎ পরিসরে জ্ঞান চর্চার সর্ববৃহৎ প্রতিষ্ঠান হল বিশ^বিদ্যালয়। উচ্চশিক্ষার এ বিদ্যাপিঠে শিক্ষার্থীরা মনোযোগি হয়ে তাঁদের শিক্ষা জীবন সমাপ্ত করবে যা তাঁর নিজ জীবনে সফলতা অর্জন এবং পরিবার, সমাজ তথা রাষ্ট্রের মুখ উজ্জ্বল করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আর্শেদ আলী মাতুব্বর, সিনিয়র শিক্ষক জনাব মেহেদী হাসান শান্ত এবং তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রধান ফারজানা শারমিন আনিকা। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিশ^বিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) মুশফিক শাহরিয়ার শাফি, ইইই বিভাগের মোঃ মেহেদী হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের এস এম মোস্তাফিজুর রহমান প্রমূখ। এছাড়াও নবাগত শিক্ষার্থীদের বিশ^বিদ্যালয়ে স্বাগত ও অভিবাদন জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষার্থী নাহিদ কাদির হামিদি, আবিদুল জাবির এবং আফিয়া ফারজানা। নবাগত শিক্ষার্থীদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান এবং অনন্যা পাল। বক্তারা দক্ষিণবঙ্গে উচ্চশিক্ষা বিস্তারে এ বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ঢাকা আহছানিয়া মিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিশ^বিদ্যালয়ের সুদীর্ঘ কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তাঁর অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং অসহায় বন্যাদুর্গতদের জন্য দোয়া পরিচালনা করেন প্রভাষক মাসুম রায়হান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষার্থী চিন্ময় দাস ও সুর্বণা মোস্তফা।
খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ^বিদ্যালয়ে নবীনবরণ
প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩, ২০২৪, ১১:৩১
Leave a Reply