ডেস্ক নিউজ : দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. হাবিবুর রহমান বেলাল।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে নগরের আযম খান কমার্স কলেজের পাশে এ ঘটনা ঘটে।
আহত বেলাল খুলনা জিলা স্কুল এলাকার আব্দুল লতিফের ছেলে।
স্থানীয়রা জানান, বেলাল মোটরসাইকেল যোগে কমার্স কলেজের দিকে যাচ্ছিলেন। তিনি মোটরসাইকেল যোগে ডা. মিজানুর রহমানের চেম্বারের সামনে পৌঁছালে পেছন থেকে দুই থেকে তিনটি মোটরসাইকেল তার গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বেলালের বাঁ হাতের কব্জি ও ডান হাঁটুতে হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে বেলালের আত্মীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
খুলনা থানার উপ—পরিদর্শক (এসআই) হাসান বলেন, যুবদলের এক নেতা গত রাতে হামলার শিকার হয়ে আহত হয়েছেন। তবে এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে তিনি এ সংক্রান্ত কোন খবর জানেন না বলে গণমাধ্যম কে জানান।
এদিকে অভিযোগ করা হচ্ছে, স্বেচ্ছাসেবক দলের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক পদের প্রার্থী হওয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হাবিবুর রহমান বেলালের ওপর হামলা করা হয়েছে।
খুলনা নগরীতে দুর্বৃত্তের হামলায় যুবদল নেতা জখম
প্রকাশিতঃ নভেম্বর ৩, ২০২৪, ১৬:৪১
Leave a Reply