মোল্লাহাটে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিতঃ নভেম্বর ১, ২০২৪, ১৬:১০

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাটে নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সনদ ও যাতায়াত ভাতা বিতরণ। উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল দশটায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশাদুজ্জামান শুভ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ইশহাক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বাবলু, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া। উপজেলা জামায়াতের আমির হাসমত আলী, সেক্রেটারী মো: হেদায়েত উল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সমন্বয়ক ও যুব নেতৃবৃন্দ প্রমূখ।

Leave a Reply