যশোর প্রতিনিধি : “দক্ষ যুবক গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে যশোরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ যশোর শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে থেকে শুভযাত্রাটি শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর পৌর উত্তরের আমির নুর মামুন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উকিল বারে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার সহকারী সেক্রেটারি শামসুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ যশোর শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম শিহাব সহ প্রমূখ।
Leave a Reply