কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীতে ২নং আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর পাল পাড়ায় কালি পূজার উদ্দেশ্যে বাণিজ্যিক তৈরিকৃত প্রতিমা ভাঙ্গার ঘটনাটি ঘটে। ৩১অক্টোবর বৃহস্পতিবার ২নং আমরাজুরি ইউনিয়নের পাল পাড়ায় আগত কালীপূজাকে সামনে রেখে বাণিজ্যিকভাবে তৈরিকৃত প্রতিমায় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত রং তুলি শেষে সুখরঞ্জন পাল নিজস্ব ঘরে ঘুমাতে যান। খুব ভোরবেলা উঠে নির্মিত মূর্তির মাথা ও হাত ভাঙ্গা দেখতে পেয়ে সাথে সাথে প্রতিপক্ষ ৬/৭ জনের নাম অভিযোগ করে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে অবগত করেন। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে বৃহস্পতিবার ভোরে উক্ত পাল বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও কাউখালী পুলিশ ইনচার্জ মোঃ সোলায়মান, এস.আই. কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন সহ প্রতিবেশী ও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন। এই বিষয়ে পুলিশ কর্মকর্তা বলেন, অভিযোগকারী সুখরঞ্জন পাল-কে জিজ্ঞাসাবাদে তার কথা-বার্তা, আচরণ, গতিবিধী সন্দেহজনক ছিল। পরবর্তীতে সুখরঞ্জন স্বীকার করেন যে, গভীর রাতে ঘুম থেকে উঠে নিজেই কালি পূজার প্রতিমার মাথা ও হাত ভাঙ্গে, প্রতিপক্ষ প্রতিবেশী প্রতিবন্ধী চয়ন পাল, সাবেক মহিলা মেম্বার বকুল রানী পাল, বাবুল কুন্ডু, কিশোর কুন্ডুর সাথে পূর্ব থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া ও মামলা থাকায় তাদের ঘায়েল এবং ফাসাতে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছি। অতঃপর অভিযোগকারী সুখরঞ্জন পাল নিজেই প্রতিমা ভাঙচুর ও প্রতিপক্ষকে ফাঁসানোর নাটকীয় উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন দেশের এহন পরিস্থিতিতে বিষয়টি খুবই দুঃখজনক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাউখালীতে কালি প্রতিমা ভাঙ্গার অভিযোগে গ্রেফতার ১
প্রকাশিতঃ নভেম্বর ১, ২০২৪, ১৩:৫১
Leave a Reply