সিরাজগঞ্জে কৃষক হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিতঃ অক্টোবর ৩১, ২০২৪, ১৭:২২

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষক সাইফুল ইসলাম হত্যার মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক কানিজ ফাতিমা এই রায় ঘোষণা করেন। প্রতিটি আসামিকে ৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানার টাকা না দিলে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডেরও নির্দেশ দেয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন—জয়ানপুর গ্রামের শাকিল শেখ (১৯), নায়েব আলী (৪০) এবং ঘুরকা গ্রামের আব্দুর রাজ্জাক (৪২)। অপর আসামি শ্রী অন্তিম দাসকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ১০ অক্টোবর রাতে কৃষক সাইফুল ইসলাম তার স্ত্রী আলেয়া খাতুনকে নিয়ে পাশের চায়ের দোকানে যান। সেখান থেকে শ্রী অন্তিম দাস তাকে ডেকে নিয়ে যায় এবং তারপর থেকে সাইফুল নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর থানায় সাধারণ ডায়েরি করেন।

পুলিশ তদন্ত শুরু করলে শাকিল শেখকে আটক করে, যিনি জানান সাইফুলকে হত্যার পর তার মরদেহ ঘুরকা খালের কচুরী পানায় ঢেকে রাখা হয়েছিল। পরে ১৩ অক্টোবর পুলিশ সাইফুলের মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে।

Leave a Reply