আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে ভোটের মাঠ। একে অপরের দিকে সমালোচনার তীর ছুঁড়ছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
তারই ধারাবাহিকতায় কমলাকে ব্যক্তিগত আক্রমণ করে ট্রাম্প এবার বললেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী (কমলা হ্যারিস) নির্বাচনী মাঠে ‘পৈশাচিকতা ও বিদ্বেষের’ প্রচারণা চালাচ্ছেন।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বলছে, সোমবার জর্জিয়ায় এক নির্বাচনী প্রচারে এমন অভিযোগ করেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, “আমি আমাদের দেশকে বাঁচাতে সমাধানের প্রচারণা চালাচ্ছি। আর কমলা হ্যারিস ‘পৈশাচিকতা ও বিদ্বেষের প্রচারণা চালাচ্ছেন। তিনি সত্যিই একজন বিদ্বেষী।”
কিছুদিন আগে ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে অভিহিত করেছিলেন কমলা। সোমবার জর্জিয়ার আটলান্টার সমাবেশে ট্রাম্পও একই তীর ছুড়েছেন। তিনি বলেন, আসল ফ্যাসিস্ট হচ্ছেন কমলা।
ট্রাম্প বলেন, ‘নির্বাচনী প্রচারে কমলা কথায় কথায় সবাইকে ফ্যাসিস্ট ও নাৎসি বলছেন। আসলে কমলা নিজেই একজন ফ্যাসিবাদী।’
ট্রাম্প দাবি করেন, তিনি ‘নাৎসি’ নন। তাকে তার একজন সাবেক চিফ অব স্টাফের তরফে ফ্যাসিবাদী বলা ও প্রতিপক্ষ (কমলা হ্যারিস) শিবির থেকে স্বেচ্ছাচারী আখ্যা দেওয়ার অভিযোগ খণ্ডন করতে গিয়ে এ কথা বলেন তিনি।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার বাবা একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি সবসময় বলতেন, কখনও নাৎসি শব্দটি ব্যবহার করবে না, কখনো হিটলার শব্দটি ব্যবহার করবেন না। তারপরে আমি এটি বুঝতে পেরেছি। অথচ তারা (কমলা শিবির) এই শব্দটি অবাধে ব্যবহার করছে।’
ট্রাম্প অভিযোগ করে বলেন, ‘এটি কমলা শিবিরের এমনই এক আপত্তিকর বক্তব্য যার ফলে গত তিন মাসে আমাকে দুবার হত্যার চেষ্টা করা হয়েছে।’
জর্জিয়ার জনসভায় ট্রাম্প আরও বলেন, ‘আসুন এবং ভোট দিন। আপনাদের সাহায্য নিয়ে এখন থেকে আট দিন পর (৫ নভেম্বর) আমরা কমলাকে পরাজিত করতে চলেছি। আপনারা জানেন, তিনি ভালো মানুষ নন।’
আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। এ অবস্থায় শেষ দিকের প্রচারে এসে হ্যারিস ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করা বাড়িয়ে দিয়েছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে অসংলগ্ন এবং মার্কিন প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে দাবি করেছেন। এর জবাবও দিয়ে যাচ্ছেন ট্রাম্প।
Leave a Reply