জিম্মি মৃত্যুর জন্য ক্ষমা চাইলেন নেতানিয়াহু

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৭:৫৬

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ইসরায়েলিদের কাছে ক্ষমা চাইলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাফাহ শহরের এক সুড়ঙ্গ থেকে ছয় জিম্মির মৃতদেহ উদ্ধারের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমা চান তিনি। গণবিক্ষোভের পর সোমবার (২ সেপ্টেম্বর) জনগণের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে নেতানিয়াহু বলেন, জিম্মিদের মুক্ত করতে আমার চেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ কেউ নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গাজায় হামাসের হাতে বন্দি ছয় জিম্মিকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু।

গাজায় অভিযান অব্যাহত রাখলে আরও জিম্মির লাশ পরিবারের কাছে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করেছে হামাস। এরপর পরই ইসরায়েলিদের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। তবে এখনও তিনি যুদ্ধবিরতিতে রাজি নন। বিশেষ করে দক্ষিণ গাজার মিসরের সীমান্তে ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েনের বিষয়ে অনঢ় তিনি। অথচ জিম্মিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি একটি প্রধান ইস্যু। কারণ হামাস এখানে কোনও ইসরায়েলি সেনার উপস্থিতি প্রত্যাখ্যান করেছে।

এছাড়া যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে নেতানিয়াহুর শর্তের বিষয়ে অনঢ় অবস্থান হতাশ করেছে যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের। এছাড়া জিম্মি মুক্তির জন্য নেতানিয়াহু যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার দক্ষিণ গাজার রাফা এলাকার একটি সুড়ঙ্গ থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। তাদের মরদেহ উদ্ধারের পর ইসরায়েলজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সোমবার দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্ট্রাড্রট দেশজুড়ে ব্যাপক ধর্মঘট পালন করে। এই ধর্মঘটে তেল আবিব ও জেরুজালেমসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর কার্যত অচল হয়ে পড়ে।

আগের দিন রবিবার নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে পাঁচ লাখের বেশি মানুষ রাস্তায় বিক্ষোভ করেন। জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে চুক্তির দাবি জানান তারা। জিম্মিদের স্বজনদের দাবি, বন্দিদের মুক্ত করতে ইসরায়েল সরকারের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

গাজায় হামাসের হাতে এখনও ৯৭ জিম্মি আছেন। মৃত্যু হয়েছে ৩৩ জন জিম্মির। তাদের দ্রুত মুক্ত করতে চুক্তি করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

হামাসকে নির্মূলে প্রায় ১১ মাস ধরে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ৪০ হাজার ৭৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

Leave a Reply