ডুমুরিয়ায় জামায়াত ইসলামীর দোয়া ও আলোচনা সভা

প্রকাশিতঃ অক্টোবর ২৮, ২০২৪, ২৩:৩৩

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় জামায়াত ইসলামীর আয়োজনে আওয়ামী লীগের লগিবৈঠা তান্ডবে নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বাস¯ট্যান্ড শহীদ সিরাজ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল গণি খান। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান ও বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আজাহারুল ইসলাম। বক্তব্য দেন হাফেজ আব্দুল হাকিম, মাওলানা কামরুল ইসলাম, সৌরভ সরদার, হুসাইন আহমেদ, সিয়াম মোল্লা,জিএম মেহরাব হুসাইন, মেহেদী হাসান,আবু তাহের সরদার, জাহিদুল ইসলাম, হারুনুর রশিদ, আবু সুফিয়ান, মোহাম্মদ আলী ফকির, হাফেজ আব্দুল কুদ্দুস, মমিনুর রহমান, মনিরুজ্জামান খান, হাফেজ রিয়াজুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন বিগত ২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগিবৈঠা তান্ডবে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply