রুয়েটে নতুন ভিসি অধ্যাপক আব্দুর রাজ্জাক

প্রকাশিতঃ অক্টোবর ২৮, ২০২৪, ১৬:০৬

ডেস্ক নিউজ : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক।

সোমবার (২৮ অক্টোবর) সকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর কাছে যোগদানপত্র দাখিল করেন তিনি।

গত ২৭ অক্টোবর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাককে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

নতুন ভিসি হিসেবে যোগদানের সময় সাবেক উপাচার্য, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শাখা প্রধান ছাড়াও জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে রুয়েটের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন নতুন ভিসি।

Leave a Reply