কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় নিখোঁজের একদিন পর ডোবায় মিলল শিউলি আক্তার নামের এক নারীর মরদেহ। আজ রোববার (২৭ অক্টোবর) সকালে উপজেলা সদরের পশ্চিম আউরা আকন বাড়ীর একটি ডোবা থেকে ওই নারীর লাঁশ উদ্ধার করা হয়। নিহত শিউলী আক্তার (২৬) উপজেলা সদরের কাঠালিয়া গ্রামের ব্যবসায়ী মধু মোল্লার মেয়ে। সে একজন মৃগী রোগী ছিলেন। স্বজরা জানান, গত শনিবার (২৬ আক্টোবর) বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির পর রোববার সকালে পাশর্^বর্তী উত্তর আউরা গ্রামের জাহাঙ্গির আকনের বাড়ীর পাশের একটি ডোবায় ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে বাড়ীতে আনা হয়। থানার ওসি মংচেনলা জানান, শিউলী আক্তার মৃগী রোগী ছিলেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় পারিবারিক ভাবে লাঁশ দাফন করা হয়েছে।
কাঠালিয়ায় নারীর মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ অক্টোবর ২৭, ২০২৪, ১৭:২৩
Leave a Reply