কাঠালিয়ায় মসজিদের জমি উদ্ধারের দাবিতে মুসল্লীদের মানববন্ধন

প্রকাশিতঃ অক্টোবর ২৭, ২০২৪, ১৭:১৯

কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বান্দাঘাটা হাফিজিয়া মাদ্রাসায় দানকৃত বেদখলীয় জমি উদ্ধারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করেছেন মসজিদের মুসল্লীরা। আজ রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় মসজিদের সামনে তারা এ মানববন্ধন পালন করেন। এসময় বক্তব্য রাখেন মসজিদের মুসল্লী মো. ফোরকান হাওলাদার, আবুল কালাম, আবু সালাম, ও মসজিদের ইমাম হাফেজ গোলাম মোস্তফা প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ২৪ বছরের অধিক সময় ধরে মসজিদের নামে দানকৃত জমি প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। মসজিদের নামে লাখ লাখ টাকার সম্পত্তি থাকলেও মসজিদের ইমামের ১৬ মাসের বেতন ভাতা বকেয়া রয়েছে। অর্থের অভাবে মোয়াজ্জিন নিয়োগ দেওয়া যাচ্ছে না। তাই মুসল্লীরা একত্রিত হয়ে মসজিদের বেদখলীয় সম্পত্তি উদ্ধারের দাবিতে এই মানববন্ধন করছেন। এ বিষয়ে অভিযুক্ত আবু হানিফ জানান, মসজিদের জমি মসজিদের আছে। ইউএনও স্যার এসে জমি মেপে দেখবেন আছে কিনা তা না থাকলে জমি দাতাদের সাথে কথা বলবেন। যদি কম থাকে তবে তারা (দাতারা) পূরণ করে দিবেন।

Leave a Reply