বটিয়াঘাটা : টিসিবির পণ্য বিক্রির ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছে কার্ড ধারীরা। ইউনিয়ন পর্যায়ে টিসিবির ডিলারদের কাছ থেকে মেম্বার চৌকিদাররা পণ্য বুঝে নিয়ে নিজেরা বিতরণ করেন। মাত্র এক দিনের মধ্যে মালামাল বিতরণ করার কথা থাকায় অত্যন্ত তড়িঘড়ি তা বিতরণ করা হচ্ছে। বিতরণের কোন নির্ধারিত তারিখ না থাকার কারণে এবং কার্ডধারীদের জানানোর কোন ব্যবস্থা না থানার কারণে অনেক গ্রাহক খবর না পেয়ে মালামাল তুলতে পারেন না। ফলে গরীব জনগণকে সরকারের দেয়া উপকার বাস্তবায়িত হচ্ছে না সম্প্রতি বটিয়াঘাটা ২ নং ইউনিয়ন পরিষদের পণ্য বিতরণ করা বাজার মন্দির চত্বরে। আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান চৌকিদার তার লোকজন দিয়ে মাল বিতরণ করছেন। মেম্বারের কোন খোজ নেই,ঠিকাদারের ও কোন লোক নেই। মেম্বরকে বারবার রিং দেওয়ার স্বত্ত্বেও তিনি মোবউিল ধরেনি। অবশেষে চেয়ারম্যানের হস্তক্ষেপে অন্য লোক দিয়ে কার্ড ধারীদের টাকা গ্রহন করা হয়। এব্যপারে বটিয়াঘাটা উপজেলা বাসি নির্দিষ্ট দোকনের মাধ্যমে মালমাল বিক্রয়র জন্য বাণিজ্য মন্ত্রনালয় ও টিসিবির উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে।
বটিয়াঘাটায় টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
প্রকাশিতঃ অক্টোবর ২৭, ২০২৪, ১৭:০৬
Leave a Reply