চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় প্রাণ গেলো কলেজছাত্রের

প্রকাশিতঃ অক্টোবর ২৭, ২০২৪, ১৫:০০

ডেস্ক নিউজ : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকচাপায় রাকিব হোসেন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক সাকিব হোসেন (১৯)। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে টহ বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে থানা পুলিশ।

নিহত রাকিব দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামের পুকুরপাড়ার মিলন হোসেনের ছেলে এবং দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আহত সাকিব আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মাঠপাড়ার সমির হোসেনের ছেলে। তিনিও একই কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

নিহত রাকিব তার মামার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে থাকতেন। সেখান থেকেই মোটরসাইকেলযোগে কলেজে যাতায়াত করতেন বলে জানা গেছে। দুই ভাই এক বোনের মধ্যে রাকিব ছিলেন মেজো।

নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানায়, মোটরসাইকেলে একসঙ্গে দুজন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। দামুড়হুদার টহ বাজারের সামনে পৌঁছালে দ্রুতগতির ট্রাক ওভারটেক করার সময় সামনে থাকা ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন তারা।

এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকটি রাকিবের শরীরের ওপর দিয়ে চলে যায়। সাকিব প্রাণে রক্ষা পেলেও ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন সাকিবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।

দামুড়হুদায় মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির বলেন, এক মোটরসাইকেলে দুজন ছিলেন। ট্রাক ওভারটেক করতে গিয়ে ভ্যানে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় তারা। পেছনে থাকা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন রাকিব। আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Reply