তালা প্রতিনিধি : তালা উপজেলার আলাদীপুর গ্রামে কবরস্থানের বাঁশ কাটাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ৬ জন মারাত্নক আহত। এরমধ্যে আশংকাজনক অবস্থায় দু’জন সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (২৫ অক্টোবার) বেলা ১১টার দিকে তালা উপজেলার আলাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনাসূত্রে ও থানার এজাহার বিবরণ থেকে জানা যায়, তালা সদর ইউনিয়নের আলাদীপুর গ্রামে কবরস্থানের বাঁশ কাটতে গেলে একই গ্রামের মৃত সামাদের পুত্র মো. সিরাজুল মোড়ল, মৃত এরফান মোড়লের পুত্র মো. রুহুল আমিন মোড়ল, মো. শাহিনুর মোড়ল, সিরাজ মোড়লের পুত্র মো. রিপন মোড়ল, মৃত আকমল মোড়লের পুত্র হাবিবুর মোড়ল, মো. মিজান মোড়ল পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিভাবে হামলা চালায়। এতে আইয়ুব আলী, মো. আব্দুল আজিজ মোড়ল, ইয়াছিন আলী মোড়ল, রিয়াজ মোড়ল, সুমাইয়া বেগম, হামিদা বেগম আহত হয়।
তালা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মো. ফারুক হোসেন জানান, একটি লিখিত এজাহার জমা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
তালায় রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৬
প্রকাশিতঃ অক্টোবর ২৬, ২০২৪, ১৬:৫৬
Leave a Reply