তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় দীর্ঘদিন জলাবদ্ধতা থাকায় অসহায় দরিদ্র ৫শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপির কেন্দ্রীয় প্রেকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দেওয়ানীপাড়া মাঠে পানিবন্ধী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। উপজেলা বিএনপি আয়োজিত ত্রাণ বিতরন অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম,কুমিরার সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিএনপি নেতা অধ্যাপক মোশারফ হোসেন, রাশিদুল হক রাজু, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক মোস্তফা হোসেন মন্টু, ছাত্রদলের অঅহবায়ক হাফিজুল ইসনলাম প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক সংসদ সসদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন,ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগষ্ট ছাত্র-জনতার বিক্ষোভ এর মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর ফলে দেশের মানুষ অত্যাচার জুলুম নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছে। গত ১৫ বছরের দেশের মানুষ ভোট দিতে পারেনি এবার মানুষ ভোট দিয়ে দ্রুত তাদের পছন্দের সরকার রাষ্টক্ষতায় আনবে। আওয়ামী লীগ যে লুটপাট করেছে, সাধারণ মানুষের মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, বিএনপি তাই করলে রাষ্টক্ষমতায় টিকতে পারবে না।
তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে তালা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধার হাত থেকে মুক্ত করা হবে। এজন্য কপোতাক্ষ নদ সংলগ্ন গোপালপুর খাল ও শালিখা নদী পুনঃখনন করা হবে। এ সময় আগামী এক মাসের মধ্যে তিনি জলবদ্ধতা মুক্ত করার ঘোষণা দেন। অনুষ্ঠানে তেঁতুলিয়া, দেওয়ানীপাড়া, হাতবাস, শিরাশুনি,সুভাষিনী,নওয়াপাড়া, মদনপুর এবং জাতপুর এলাকার ৫ শতাধিক পাবিারের মাঝে প্রতি পরিবারে ১০ কেজি করে চাল,তেল,আলু,পিয়াজ,ডাল তুলে দ্ওেয়া হয়।
প্রসঙ্গত: এবছর অতিরিক্ত টানা বর্ষণ এবং পানি নিষ্কাষনের পথ পথ বন্ধ থাকায় সাতক্ষীরার তালা উপজেলার ৫ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ গত ৩ মাস ধরে স্থায়ী জলবদ্ধতার কবলে পড়ে মানবেতর জীবন যাপন করছে।
তালায় পানিবন্ধী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
প্রকাশিতঃ অক্টোবর ২৬, ২০২৪, ১৬:৫০
Leave a Reply