যশোরে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিতঃ অক্টোবর ২৬, ২০২৪, ১২:৩৯

যশোর প্রতিনিধি : যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুই কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে যশোর ডিবি পুলিশের একটি দল বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের সরিফুল ইসলাম চায়ের দোকানের সামনে থেকে কাগজপুকুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ছইদুল @ শহিদুল ইসলাম (৫০)ও রুহুল আমিনের ছেলে ইসমাইল হোসেনকে (৩৫) দুই কেজি গাঁজাসহ আটক করেন।

উদ্ধারকৃত গাজার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা হবে বলে যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা দেয়া হয়েছে।

Leave a Reply