চৌগাছায় দলিত নারীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

প্রকাশিতঃ অক্টোবর ২৪, ২০২৪, ১৭:১২

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় দলিত মহিলাদের সবজি চাষের জন্য প্রশিক্ষণ প্রদান ও বীজ সার প্রদান সহ কৃষি উপকরণ বিতরণ। বৃহস্পতিবার (২৪ আক্টবার) সকাল ১১ উপজেলা কৃষি অফিসের হলরুমে মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব প্রকল্পের আওতায় দলিত নারীদের বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান ও বীজ, সার, কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে অশ্রুমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে এবং নাগরিক উদ্যোগের সহযোগিতায় অশ্রুমোচন সংস্থার সমন্বয়কারী সুমিত্রা সরকারের সভাপতিত্বে ও অশ্রু মোচন সংস্থার প্রোগ্রাম অফিসার নাসির উদ্দিন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অফিসার মুশাব্বির হোসাইন প্রশিক্ষণ প্রদান করেন উপ- সহকারী কৃষি কর্মকর্তা সুলতানা বুলবুলি,এছাড়া উপস্থিত ছিলেন অশ্রুমোচন সংস্থা হিসাবরক্ষন অফিসার অলোক দাস , শিক্ষক কামনা দাস চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্ৰামের দলিত নারী সংকরী রানী , মিতা রানী পাল, মুক্তদাহ গ্ৰামের গিতা বালা দাসী , মিলা রানী দাসী পৌরসভার ইছাপুর গ্ৰামের চম্পা রানী, রেবতী রানী, স্বরসতী রানী ,সুখ পুকুরিয়া ইউনিয়নের দাসপাড়ার কল্পনা রানী, শ্রীমতী দাসী, সুন্দরী বালা দাসীসহ ১০ জন দলিত জনগোষ্ঠীর মহিলাদের সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply