বরিশাল শিক্ষা বোর্ডে শিক্ষার্থীরা বিক্ষোভ এবং সড়ক অবরোধ

প্রকাশিতঃ অক্টোবর ২১, ২০২৪, ১৭:০৮

বরিশাল : বৈষম্যহীন ফলাফলের দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সদর দরজায় তালা ঝুলিয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেন।
জানাযায়, নগরীর নথুল্লাবাদ এলাকায় বরিশাল শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য একদল শিক্ষার্থীরা রবিবার দুপুরে হঠাৎ ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। তারা এ ফলাফল প্রত্যাখান করে অকৃতকার্য শিক্ষার্থীদের পাস করানোর দাবি জানান। এসময় তারা তাদের ফলাফলকে বৈষম্যমুলক দাবী করে। শিক্ষার্থীরা আরও জানান, কুমিল্লা বোর্ডে পরীক্ষা না দিয়েও কিভাবে বাংলা ও ইংরেজীতে এ প্লাস পেলো। আবার অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দেওয়ার পরও কিভাবে ফলাফল খারাপ করলো। এসময় তারা এসএসসি ফলাফলের মাধ্যমে সব বিষয়ে ম্যাপিং করার দাবি জানান। সাদিয়া জাহান নামে এক শিক্ষার্থী জানান, বৈষম্য নিরসনের দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নিকট স্মারকলিপি দিয়েছি। তিনি দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন করা হবে। নথুল্লাবাদ এলাকায় সড়ক অবরোধ ও শিক্ষা বোর্ডে তালা ঝুলানোর খরব পেয়ে তাৎক্ষনিক ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন। তারা দ্রুত শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেন এবং যানবাহন চলাচল সম্ভাবিক করে। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. ইউনুছ আলী সিদ্দীকি জানান, বিষয়টি তাৎক্ষনিক ভাবে মন্ত্রনালয়কে অবহিত করা হয়েছে। এ বিষয় সিদ্ধান্ত মন্ত্রনালয়ের।

Leave a Reply