বরিশাল : বরিশালের বিমান বন্দর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক গৃহবধুকে গণধর্ষনের অভিযোগে গত রবিবার উজিরপুর উপজেলার মার্দাশী গ্রামের শাহীন হাওলাদার (২৫), মো. শাহ আলম (২৫), সবুজ হাওলাদার (২২)একই উপজেলার মুন্ডুপাশা গ্রামের মিঠুন চাপরাশি (২৬) ও বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের জাহিদ হাওলাদারকে (২৭) গ্রেফতার করে। ধর্ষিতা ভিকটিম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ারস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে।
বরিশাল বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন সিকদার জানান, এক গৃহবধুর স্বামী বরিশাল নগরীতে ব্যবসা করেন। সেই সুবাদে তার স্ত্রী গত শনিবার বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে স্বামীর সঙ্গে রাত্রীযাপন করেন। ওই সময় হোটেল কর্মচারী (বয়) জাহিদের সঙ্গে পরিচয় হয়। জাহিদ কৌশলে গৃহবধুর নাম, ঠিকানা, মোবাইল নম্বর সংগ্রহ করে এবং তার স্বামীর সঙ্গে অন্য নারীর অনৈতিক ভিডিও রয়েছে, দাবি করে। সহজ সরল গৃহবধু স্বামীর ওই ভিডিও উদ্ধার করতে চাইলে, জাহিদ জানান, সেই ভিডিও তার বন্ধু শাহিনের নিকট রয়েছে। শাহিন বাবুগঞ্জ এলাকায় বসবাস করে। স্ত্রী তার স্বামীর ভিডিও সংগ্রহের জন্য বাবুগঞ্জের একটি বাসায় গেলে গ্রেফতারকৃত ৫ বন্ধু দলবদ্ধ হয়ে পালার্ক্রমে ধর্ষন করে এবং ভিডিও মোবাইলে ধারন করেন। যাহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেয়া হয়।
বরিশালে গৃহবধুকে ব্ল্যাকমেইলিং করে গণধর্ষন :গ্রেফতার-৫
প্রকাশিতঃ অক্টোবর ২১, ২০২৪, ১৭:০৬
Leave a Reply