তালায় স্বর্ণ ব্যবসায়িকে গুলি করে হত্যা চেষ্টা

প্রকাশিতঃ অক্টোবর ২১, ২০২৪, ১২:৪৮

ডেস্ক নিউজ : সাতক্ষীরায় বিজিবি ও পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে তিনটি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দোষী বিজিবি সদস্যদের বিরুদ্ধে আলাদাভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত তিনটি স্বর্ণের বারের ওজন ৩৪৯ গ্রাম ৭০০ মিলিগ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৪১ লাখ ৯৯ হাজার ১৭৬ টাকা।

স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত বিজিবি সদস্য পরিচয়দানকারীরা হলেন, সিপাহী জাহিদ হোসেন ও আলামিন এবং পুলিশ সদস্য পরিচয়দানকারী হলেন কনস্টেবল রাশেদ হোসেন। কনস্টেবল রাশেদ হোসেন সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্বর্ণ ছিনতাইকালে ব্যবসায়িকে জোর পূর্বক তুলে নিয়ে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

এদিকে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত ব্যবসায়ির নাম জাকির হোসেন। তিনি সাতক্ষীরা শহরের মিম জুয়েলার্সের একাংশের স্বত্ত্বাধিকারী। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা চায়না বাংলা (সিবি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (১৯ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে পাটকেলঘাটা-তালা সড়কের ভাগবাহ এলাকা থেকে স্বর্ণ ব্যবসায়ী জাকিরকে জোর করে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায় বিজিবি পোশাক পরিহিত দুজন। এসময় সঙ্গে ছিলেন সাদা পোশাকে আরও দু’জন। গাড়িতে তুলে নেওয়ার কিছুক্ষণ পরই ইসলামকাটি ফাঁকা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় জাকির হোসেনকে। পরে স্থানীয়রা জানতে পারেন যে, তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী ।

সুজনশাহ বাজার বণিক সমিতির সভাপতি আনিসুর রহমান বলেন, এক ব্যক্তিকে গুলি করে রাস্তায় ফেলে একটি প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাচ্ছে জানতে পেরে স্থানীয় জনতা তালার সুজনশাহ বাজারে একটি বাইক ও প্রাইভেটকারসহ তিনজনকে আটক করে। এসময় তাদের মধ্যে দু’জন নিজেদের বিজিবি সদস্য বলে দাবি করেন। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ কর্মকর্তারা হাজির হয়। এসময় জনতার হাতে আটকদের একজন তিন পিস স্বর্ণের বার তুলে দেন কর্মকর্তার নিকট।

আহত জাকিরের বড়ভাই শাহবাজ আলী জানান, আমার ভাই কিভাবে ওই এলাকায় গিয়েছে আমরা জানি না। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা শহরের সিবি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার সাথে কথা বললে বিস্তারিত জানাতে পারবো।

সাতক্ষীরার তালা থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক গোলাম আজম জানান, স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয় জানার জন্য সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদর দপ্তরে একাধিকবার যোগাযোগ করা হলেও দায়িত্বশীল কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগের পরিবারকে মামলা করতে বলা হয়েছে। মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পুলিশ ও বিজিবি সদস্যদের বিরুদ্ধে আলাদাভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply