বঙ্গবন্ধু কলেজে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন

প্রকাশিতঃ অক্টোবর ২১, ২০২৪, ১২:১৩

ক্রীড়া ডেস্ক : আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ-২০২৪ এর মানবিক সমাজ বির্নিমানের প্রত্যয়ে ফুটবল প্রীতি ম্যাচ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার ২০ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় আইচগাতী বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলি জুলু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সর্ব সুখের মূল স্বাস্থ্য আরে স্বাস্থ্য ভালো রাখার জন্যই খেলাধুলা। ফুটবল একটি আন্তর্জাতিক খেলা। এটি দুই দলের মধ্যে খেলা হয়, যার প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় থাকে। এই খেলায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে সামনে যথা যোগ্য ব্যবস্থা গ্রহণ করব আমরা।
বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের আহাবয়ক মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ খেলা পরিচালনা করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কলেজের প্রিন্সিপাল মনোজ ক্যান্তি মন্ডল, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খায়রুল মোল্লা, খুলনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রশীদ, খুলনা জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, আলহাজ্ব শফিকুর রহমান শফিক, মোল্লা আরফিন মন্জুর, সিহাবুল ইসলাম শিহাব, মাসুদুর রহমান মন্টা, খান সিরাজুল ইসলাম পরাগ, রিদয় আহমেদ রিপন, রাসেল শেখ, রনি জম্মাদার, মো: রনি শেখ সহ প্রমূখ্য।

Leave a Reply