আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ভূখণ্ডের গভীরে সামরিক বিস্ফোরক প্রস্তুতকারক কারখানা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রবিবার (২০ অক্টোবর) রুশ টেলিগ্রাম চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর মস্কো ও বিস্ফোরক কারখানায় আঘাত হানা ড্রোনগুলোর মধ্যে ১১০টিই গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এসব ড্রোন হামলায় জেরজিনস্ক শহরের একটি শিল্প অঞ্চলে চার দমকলকর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন অঞ্চলের গভর্নর।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে,১১০টি ইউক্রেনীয় ড্রোনের মধ্যে মস্কো অঞ্চলে একটি, সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ৪৩টি এবং দক্ষিণ-পশ্চিম লিপেটস্ক অঞ্চলে ২৭টি ড্রোন গুলি করা হয়।
রাশিয়ার টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, ড্রোনগুলি মস্কো থেকে প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে নিজনি নোভগোরদ অঞ্চলের জেরজিনস্ক শহরে অবস্থিত ইয়াম ভেরদোল্ভ রাষ্ট্রীয় মালিকানাধীন বিস্ফোরক কারখানাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে মস্কো যে যুদ্ধ শুরু করেছিল তাতে রুশ বাহিনী যে বিস্ফোরক পদার্থ ব্যবহার করতো, তা এই কারখানার তৈরি। এই বিস্ফোরক প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
তবে এসব ড্রোন হামলা সম্পর্কে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply