কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নের্তৃবৃন্দদের নিয়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার বিকেলে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা পূর্ব জামায়াতে ইসলামীর সহসেক্রেটারী প্রভাষক মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাস্টার রফিকুল ইসলাম, সহসেক্রেটারী মাওলানা রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিউর রহমান, পৌর জামায়াতে ইসলামীর আমির তবিবুর রহমান, খুলনা মহানগরের সাবেক শিবিরের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, মাওলানা আব্দুল মোমিন, তালবিয়াত বিভাগের দায়িত্বশীল আয়াতুল্লাহ খোমেনি, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মাষ্টার আব্দুস সালাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাইদুর রহমান সাঈদ, সাবেক শিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মেহেদী হাসান, রফিকুল ইসলাম প্রমুখ। ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন অ্যাডভোকেট রোকনুজ্জামান ও প্রতিফলন শিল্পীগোষ্ঠী।
কেশবপুরে ইসলামী ছাত্র শিবিরের মতবিনিময় সভা
প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০২৪, ১৫:৩১
Leave a Reply