বরিশাল :বরিশালের মেহেন্দীগঞ্জে ফেইসবুক আইড হ্যাক করে একান্ত ব্যক্তিগত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের ভয় দেখিয়ে ব্লাকমেইলিং করার অভিযোগে রাশেদুল ইসলাম (২৭) নামের এক যুবকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ ।
জানযায়, বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার চুনারচর গ্রামের নিজাম উদ্দি মিয়ার পুত্র রাশেদুল ইসলাম তানিয়া নামের এক নারীর ফেইসবুক ম্যাসেঞ্জারে ২০২১ সালের নভেম্বর মাসে একটি লিংক আসে। ওই লিংকে ক্লিক করার সাথে সাথে ফেইসবুক ইউজার আইডি ও পাসওয়ার্ড রাশেদুল ইসলাম লগইন করে হাতিয়ে নেন, তানিয়ার মোবাইলের সকল তথ্যাদি। তানিয়ার ফেইসবুক পাসওয়ার্ড চলে যায় হ্যাকারের দখলে। ওই সময় তানিয়ার ফেইসবুক থেকে কিছু ব্যক্তিগত ছবি সংগ্রহ করে। পরে ওই ব্যক্তিগত ছবি তার আত্মীয়-স্বজন ও পরিচিত লোকদের মাঝে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক ধাপে কৌশলে টাকা হাতিয়ে নেয়। এরপর থেকে বিভিন্ন কৌশলে ব্ল্যাকমেইল করতো হ্যাকার রাশেদুল ইসলাম। এ ঘটনায় তানিয়া বাদী হয়ে ঢাকা ধানমন্ডি থানায় একটি মামলা করেন। ওই মামলায় গত শুক্রবার (১৮ অক্টোর) রাতে সিআইডি পুলিশ বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকা থেকে রাশেদুল ইসলামকে গ্রেফতার করে।
বরিশালের ব্ল্যাকমেইলিং এর অভিযোগে যুবক গ্রেফতার
প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০২৪, ১৩:৫৯
Leave a Reply