বানারীপাড়ায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০২৪, ১৩:৫২

বরিশাল : বরিশালের বানারীপাড়ায় নিখোজঁ শিক্ষার্থীর মরদেহ খাল থেকে নিখোজঁ হওয়ার একদিন পর বানারীপাড়া থানা পুলিশ উদ্ধার করা হয়েছে।
জানাযায়, গত শুক্রবার সন্ধ্যায় সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ারা বাজারের উত্তর পাশে কবির মোল্লার স্ব’মিল সংলগ্ন খালের মধ্যে এক যুবকের লাশ ভাসমান দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করলে আউয়ারা দারুল উলুম মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা দাবী করেন, তাদের মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ইয়াসিন (১৫)। সে বৃহস্পতিবার দুপুরে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন। তার বাবা মাওলানা সিরাজুল ইসলাম। বাড়ি বানারীপাড়া উপজেলার তালাপ্রসাদ গ্রামে। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোমিন উদ্দিন জানান, ইয়াসিনের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে রহস্য উম্মোচন করা সম্ভব হবে।

Leave a Reply