ক্রীড়া প্রতিবেদক : টাইগারদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা দল। সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে আগামী ২১ অক্টোবর মাঠে নামবেন নাজমুল শান্তরা। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল সাকিব আল হাসানের। তবে তা হচ্ছে না।
ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে সাকিব আল হাসান দেশে ফিরছেন, বুধবার (১৬ অক্টোবর) রাত পর্যন্ত এমন খবরই ছিলো গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাকে দলে রেখেই মিরপুরে প্রথম টেস্টের স্কোয়াডও ঘোষণা করেছিলো বিসিবি। যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল সাকিবের। দুবাইতে লম্বা ট্রানজিট শেষে গতকাল ফ্লাইট ধরার কথা ছিলো টাইগার এই অলরাউন্ডারের। গতকাল রাত ১১টার পর তার ঢাকায় পৌঁছার কথা ছিল।
তবে ১৬ অক্টোবর রাত থেকেই সাকিবের দেশে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়। পরে গতকাল জানা যায়, সরকারের উচ্চ পর্যায় থেকেই সাকিবকে এখনই দেশে ফেরার বিমান না ধরার পরামর্শ দেয়া হয়েছে। পরে সাকিব নিজেই জানিয়েছেন, নিরাপত্তাঝুঁকির কারণেই দেশে ফেরা হচ্ছে না তাঁর।
এদিকে দেশে ফিরতে না পারায় মিরপুর টেস্ট খেলা হচ্ছে না সাকিবের। টাইগারদের সাবেক এই অধিনায়ক ঘরের মাঠ থেকে বিদায় নিতে না পারায় আক্ষেপ জানিয়েছেন জনপ্রিয় কোচ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন তিনি।
সালাউদ্দিন লিখেছেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনোই এতো রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কি কখনও নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিৎ, কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়া-মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।’
সাকিবের ছোটবেলার এই কোচ আরও লিখেন, ‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেটবিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করছে বলে এরা খুনি? এদের সাথে মিশেছেন? এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করাইছে সেটা কী জানেন?’
সাকিব-মাশরাফিরা খুনি না জানিয়ে সালাউদ্দিন আরও বলেন, ‘তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু, যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করছে তা কী দেখছেন? সাকিব যে আঙুলে চিড় নিয়া বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য? দেশকে সবাই কম-বেশি ভালোবাসে, এদের ভালোবাসাটা হয়তো দেখা যায়ও না, এদের কাছ থেকে দেখেছি, এরা মানুষের উপকার ছাড়া কারও ক্ষতি করেনি, এরা খুনি না। খুব কষ্ট পাচ্ছি মাঠ থেকে এদের বিদায় দেখতে পাব না। মানুষকে মাফ করুন, আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দেবেন। আমরা সবাই কম-বেশি অপরাধী, সম্মান কাউকে দিলে আপনিও সন্মানীত হবেন।’
Leave a Reply