রূপসায় বিএনপি নেতার বাড়ীতে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

প্রকাশিতঃ অক্টোবর ১৮, ২০২৪, ১৪:৩৭

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বান্দাখাল গ্রামে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, গৌর চন্দ্র বিশ্বাসের বসত বাড়িতে  ১৮ অক্টোবর সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণভাবে ভাবে ভষ্মিভুত হয়েছে দোতলা বিশিষ্ট ঘর ও ঘরে থাকা নগত অর্থসহ সকল মালামাল। এতে গৌর বিশ্বাসের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সুত্রে জানাযায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরবর্তীতে এলাকাবাসী, স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আশে। ততক্ষণে ঘরবাড়ী ও নগত অর্থ হারিয়ে নির্বাক হয়ে পড়ে গৌর চন্দ্র বিশ্বাস। তার বাড়ীতে অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন গণমানুষের প্রিয় নেতা জেলা বিএনপির সাবেক সদস্য সচীব মনিরুল হাসান বাপ্পি। থানা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্রিক, যুগ্ম আহবায়ক হুমাউন কবির শেখ, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক এসএমএ মালেক, যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম খোকন, শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন ইজারাদার, যুবদল নেতা মনির আহম্মেদ লস্কর, দাউদ শেখ, এরশাদ, মুস্তাইন শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।

Leave a Reply