লোহাগড়ায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশিতঃ অক্টোবর ১৮, ২০২৪, ১৪:৩২

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ হাবিবুর রহমান মন্ডল (৩০) ওরফে হাবু নামের একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ হাবিবুর রহমান মন্ডল (৩০) ওরফে হাবু লোহাগড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড লক্ষ্মীপাশা ( রিফুজি পাড়ার) গ্রামের মোঃ জুলফিকার মন্ডল ওরফে জুলুর ছেলে। হাবু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।
পুলিশ জানিয়েছে , গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে লোহাগড়া থানার এসআই এফ এম হাসিবুর রহমান ও এএসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লক্ষ্মীপাশা পরিবহন বাস কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাবিবুর রহমান মন্ডলকে (৩০) ওরফে হাবুকে
গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply