দিঘলিয়া : খুলনা জেলা দিঘলিয়া উপজেলার সেনহাটি হাজীগ্রাম নিবাসী মোঃ কামাল শেখের পুত্র সাকিব হত্যা মামলার গ্রেফতারকৃত দুই আসামী আদালতে শিকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
খানজাহান আলী থানা পুলিশ সূত্রে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম মোঃ কামাল শেখের জ্যেষ্ঠ পু্ত্র ভ্যান চালক সাকিব শেখ কে হত্যার ঘটনায় খানজাহান আলী থানার মামলা নং-৪, তারিখ-৯ অক্টোবর ২০২৪ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড মামলায় এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী মোঃ জনি শেখ পিতা-মোঃ ফারুক শেখ, সাং-পানিগাতী, পোস্ট-হাজিগ্রাম, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা ও মোঃ আসাদুল শেখ (৩০), পিতা-মোঃ জলিল শেখ, সাং-বারাকপুর, থানা-দিঘলিয়া, জেলা খুলনাদ্বয় সাকিব সেখ হত্যা মামলায় ১৬ অক্টোবর বুধবার স্বেচ্ছায় দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি রেকর্ড করেছে। বর্ণিত হত্যা মামলায় ভিকটিম সাকিব শেখের লুণ্ঠন হওয়া ভ্যানটি খানজাহান আলী থানা পুলিশ ইতোমধ্যে উদ্ধার করেছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৫ অক্টোবর) ধৃত আসামীদ্বয় তাদের খাট আনার কথা বলে স্থানীয় পথের বাজার থেকে ভ্যানচালক সাকিবকে ভ্যানসহ ভাড়া করে। আসামি জনি শেখ ও আসাদুল সেখ। তারা ভ্যানচালক সাকিবকে ভুলিয়ে-ভালিয়ে নদী পার করে খানজাহান আলী থানা এলাকায় নিয়ে যায়। এরপর হত্যাকারীরা সাকিবের গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তার ভ্যান এবং সঙ্গে থাকা টাস মোবাইল নিয়ে পালিয়ে যায়। ৭ অক্টোবর পুলিশ আসামিদের আটক করে। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আফিল মিল বাইপাস সড়ক বিকেএসপি স্কুলের সামনে কাশবনের ভেতরের ড্রেন থেকে সাকিবের মরদেহ উদ্ধার করে। ধৃত আসামীদের আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত আসামিদের জেল হাজতে প্রেরণ করে। উদ্ধার হওয়া সাকিবের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ভ্যান চালক সাকিব শেখ হত্যার প্রেক্ষিতে ধৃত আসামী জনি শেখ ও আসাদুল শেখের ফাঁসির দাবীতে ১৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় স্থানীয় পথেরবাজার মানজালের বটতলা মোড়ে দিঘলিয়া উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়ন ও গ্রামবাসীর আয়োজনে দিঘলিয়া উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোল্লা মাহমুদুর রহমান মিঠুর সভাপতিত্বে সাকিব হত্যার সাথে জড়িত জনি শেখ ও আসাদুল শেখের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত সকল আাসামীসহ পরিকল্পনাকারী পৃষ্ঠপোষকের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবী করেন।
দিঘলিয়ার সাকিব হত্যার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
প্রকাশিতঃ অক্টোবর ১৭, ২০২৪, ১৪:১৫
Leave a Reply