দাকোপ (খুলনা) প্রতিনিধি : শারদীয়া দূর্গা পুজা উদ্যাপন উপলক্ষ্যে খুলনার দাকোপে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৬৬টি দূর্গা মন্ডপে সরকারের পক্ষ থেকে বিশেষ অনুদান প্রদান করা হয়।
গতকাল বুধবার বেলা ১১টায় চালনা পৌরসভার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেেেনর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর, সেনা বাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাজি, লেঃ সিনিয়র ওয়ারেন্ট অফিসার বজলুল করিম, থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম, কোষ্টগার্ডের আবু জাহেদ, নৌ পুলিশের ওসি তারক বিশ^াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসিত বরণ সাহা, সম্পাদক সঞ্জয় কুমার মোড়ল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রকিবুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, সাংবাদিক শিপন ভূইয়া, বিধান চন্দ্র ঘোষ, শচীন্দ্রনাথ মন্ডল, সৌরভ মন্ডল প্রমুখ। এসময়ে উপজেলার সকল দূর্গা মন্ডপের সভাপতি, সাধারন সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সভা শেষে ৬৬টি মন্ডপের সভাপতি এবং সম্পাদকের নিকট মন্ডপ প্রতি ৫‘শ কেজি করে চাউল সরকারের দেয়া অনুদান বিতরন করা হয়।
দাকোপে দূর্গা পূজা উদ্যাপনে প্রস্তুতি সভা
প্রকাশিতঃ অক্টোবর ২, ২০২৪, ১৬:৪১
Leave a Reply