রূপসা প্রতিনিধি : রূপসায় নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মহানবীর জীবনীর উপর আলোচনা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম পলাশ। প্রধান বক্তা ছিলেন মাওলানা আইয়ুব আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, রূপসা পল্লী বিদ্যুতের এজিএম আব্দুল হালিম খান। সহকারী ধর্মীয় শিক্ষক মো. খালিদ সাইফুল্লাহ ও আনিচুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তৃতা করেন, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, দৈনিক সময়ের খবর পত্রিকার মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, বিশিষ্ট সমাজসেবক আঃ রউফ কোরেশী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. মাঈনুল ইসলাম টুটুল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপসা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম এ আজিম, বিএনপি নেতা আবু মুসা, নিজাম উদ্দিন টিটু, সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, শিক্ষক জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান, মো. আমিরুল ইসলাম, মোল্লা হাফিজুর রহমান, সেলিমুজ্জামান, মেজবাউল শেখ, খন্দকার আল আজাদ, সালমা ইয়াসমিন, সুহিন আক্তার প্রমুখ।
রূপসায় নৈহাটী স্কুলে পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া
প্রকাশিতঃ অক্টোবর ১, ২০২৪, ১৮:১১
Leave a Reply