ডুমুরিয়ায় তপবোন মাধ্যমিক বিদ্যালয় সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

প্রকাশিতঃ অক্টোবর ১, ২০২৪, ১৭:২৩

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় তপবোন মাধ্যমিক বিদ্যালয় সভাপতি ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার বিরুদ্ধে কর্মচারী নিয়োগ সহ নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ বাতিল চেয়ে স্কুল ম্যানেজিং কমিটির ভূমি দাতা সহ একাধিক ব্যক্তি স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও ভূমি দাতা বিনয় কৃষ্ণ রায় জানান, উপজেলার ঐতিহ্যবাহী তপোবন মাধ্যমিক বিদ্যালয়ে একাধিকবার সাবেক সভাপতি,মাগুরখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের প্রভাবশালী নেতা বিমল কৃষ্ণ সানা বিগত দেড় বছর পূর্বে স্কুলে আয়া পদে স্মৃতি রায়, অফিস সহায়ক অনুপম সানা,নৈশ প্রহরী সুকৃতি রায়,পরিচ্ছন্নতা কর্মী সাগর রায় ও নিরাপত্তা কর্মী সুমন রায়কে নিয়োগ দিয়ে প্রত্যেকের কাছ থেকে সাত লক্ষ টাকা করে হাতিয়ে নিয়েছে। নিরাপত্তা কর্মী সুমন রায় অষ্টম শ্রেণীর যে সার্টিফিকেট দাখিল করেছেন সেটাও আবার জাল সনদপত্র বলে অভিযোগে উল্লেখ করেছেন। এছাড়া স্কুল সংলগ্ন পাঁচ শতাংশ জমির বিনিময়ে স্থানীয় শ্রাবন্তী রায় অথবা তার মেয়েকে চাকুরী দেয়ার আশ্বস্ত করলেও সভাপতির নিজ দলীয় লোক না হ‌ওয়ায় তার মনোনীত
স্মৃতি রায়কে নিয়োগ দেয়া হয়েছে।এ নিয়ে ক্ষতিগ্রস্ত শ্রাবন্তী রায় আদালতে দ্বারস্থ হয়েছেন বলে তিনি জানান। অভিযোগে আরও বলা হয়েছে সম্প্রতি গত ১৯ জুলাই দেশ ব্যাপী যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুঙ্গে ঠিক সেই সময় সভাপতি ক্ষমতার দাপটে সুকৌশলে বিদ্যালয় কক্ষে অতি সাড়ম্বরে বড় অংকের অর্থ লেনদেনের মাধ্যমে প্রধান শিক্ষক প্রভাষ কুমার মন্ডলকে নিয়োগ দেয়া হয়েছে। এসব সভাপতির সাজানো নিয়োগ বাণিজ্য বাতিল সহ নানা দূর্ণীতির বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া জন্য উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হয়েছেন ম্যানেজিং কমিটির ভূমি দাতা সহ একাধিক ভুক্তভোগী। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাবেক সভাপতি বিমল কৃষ্ণ সানা ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন,এটা সম্পূর্ণ মিথ্যা এবং আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য একটি চক্র এসব অপপ্রচার চালাচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দ্ধআল আমিন বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির কে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply