ডুমুরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

প্রকাশিতঃ অক্টোবর ১, ২০২৪, ১৭:২০

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রাসেল গাজী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপজেলার খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্বপাশের্ব এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া এলাকায় মামার বাড়িতে দীর্ঘদিন বসবাসরত কলারোয়া উপজেলার ঝাউডাঙ্গা এলাকার মৃত মোতালেব গাজীর ছেলে রাসেল গাজী প্রাণ বেভারেজ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় উপজেলার বিভিন্ন বাজারে মালামাল বিক্রি শেষে বাড়ি ফেরার সময় ঘটনার দিন দিবাগত রাতে ঘটনাস্থলে পৌঁছালে অপর দিক থেকে একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত তার ইঞ্জিন ভ্যানের গতিরোধ করে শরীরের মুখে পিঠে একাধিক স্থানে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এরপর তার গোংগানী শুনে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃতের মামা গফ্ফার শেখ জানান ভাগ্নে রাসেলের দুই স্ত্রী ছিল,বড় স্ত্রী শিউলি বেগমের সাথে বেশ কিছু দিন মনমালিন্য হ‌ওয়ায় বিরোধ চলছিল এবং এ নিয়ে আদালতে মামলা চলছে। তার এ মৃত্যুতে পূর্ব শত্রুতার জের রয়েছে বলে তিনি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ এম এ হক জানান, খর্নিয়া এলাকায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত এক যুবককের ইঞ্জিন ভ্যানের গতিরোধ করে অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা শাহিনারা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এদিকে মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহত রাসেলের মৃতদেহ বাড়িতে পৌঁছালে তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং আছর নামাজ বাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Leave a Reply