সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

প্রকাশিতঃ অক্টোবর ১, ২০২৪, ১৬:২৯

সাতক্ষীরা প্রতিনিধি: মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ^ব্যাপী পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরার আয়োজনে সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান সহ জেলা প্রশাসন কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও প্রবীণরা উপস্থিত ছিলেন।

Leave a Reply