যশোর অফিস : যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার জেলা পরিষদ হল মিলনায়তনে এই ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সভায় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, প্রকৌশলী টি এস আইয়ূব, আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নি, যশোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুুলু, মো.মুছা, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মারফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠুসহ জেলা বিএনপির অধীনস্থ ১৬ টি ইউনিটের নেতৃবৃন্দ।
যশোর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিতঃ সেপ্টেম্বর ২, ২০২৪, ১৫:০৭
Leave a Reply