পাইকগাছা অফিস : পাইকগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে এসকল অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপজেলা সদরের মর্ডান বেকারিতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা এবং অব্যবহৃত ভোজ্য তেল ব্যবহার করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বেকারি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল ও পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার প্রজয় সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। অভিযান কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১৮:১৭
Leave a Reply