খুবির নিরাপত্তা হাবিলদার কামালের পিতার মৃত্যুতে শোক

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১৮:০৭

বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত নিরাপত্তা হাবিলদার মো. কামাল হোসেন এর পিতা মো. তৈয়ব আলী খান আজ ৩০ সেপ্টেম্বর সোমবার আনুমানিক সকাল ১০.৩০ মিনিটে নগরীর শিপইয়ার্ড মোল্লাপাড়া মসজিদ রোডস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর জানাজা নামাজ শেষে তাকে জিন্নাপাড়া হাজী আব্দুল মালেক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম নিরাপত্তা হাবিলদার মো. কামাল হোসেনের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং নিরাপত্তা শাখার সিকিউরিটি অফিসার মাশারুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Leave a Reply